শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / দুই মিটার দূরত্বে কেন থাকবেন

দুই মিটার দূরত্বে কেন থাকবেন

সবাই বলছেন ২ মিটার (৬ ফিট) দূরে থাকতে। এই ২ মিটারের ব্যাপারটি কেন এলো? একজন মানুষের হাঁচি, কাশি বা মুখের থুথু সর্বোচ্চ ২ মিটার দূরে যেতে সক্ষম। চিকিৎসাবিজ্ঞানীরা এটাকেই ‘ম্যাজিক’ নাম্বার হিসেবে ভাবেন।

যেহেতু করোনা ভাইরাসটি ‘ড্রপলেট’ তথা মুখ ও নাক নিঃসৃত তরল পদার্থের সাথেই বাইরে বের হয়, তাই এর বিস্তার রোধে একজন মানুষ থেকে আরেক জনকে কমপক্ষে ২ মিটার দূরে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্বাস্বাস্থ্য সংস্থা শুরুতে ‘সামাজিক দূরত্বে’র কথা বললেও গতকাল বৃহস্পতিবার থেকে এই টার্মটি পরিবর্তন করেছে। এখন তারা ব্যবহার করছে ‘ব্যক্তিগত দূরত্ব’ টার্মটি! যেহেতু, কে আক্রান্ত আর কে নন, তা জানা মুশকিল। তাই সাবধানতা অবলম্বনের জন্য প্রত্যেককেই প্রত্যেকের কাছ থেকে ৬ ফুট দূরে থাকতে বলা হয়েছে। (ফেসবুক থেকে নেওয়া)

লেখক: কানাডায় কর্মরত কমিউনিটি নার্স।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *