শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / দুই মহান নেতার `জীবনী` তুলে ধরতে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন

দুই মহান নেতার `জীবনী` তুলে ধরতে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন


নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল ভার্চুয়াল সম্মেলনে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন’ উদ্বোধন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর (বাপু) জীবনের অসামান্য কার্যকলাপ তুলে ধরতেই এই ডিজিটাল এক্সিবিশনের আয়োজন করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লিতে প্রথম এই ডিজিটাল এক্সিবিশন প্রদর্শন করা হবে। এর পর ধারাবাহিকভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে, এরপর জাতিসংঘে এবং ২০২২ সালের শুরুর দিকে কলকাতায় প্রদর্শনীর মাধ্যমে সমাপ্তি ঘটবে।

কর্মকর্তারা বলেছেন, যদিও মহাত্মা গান্ধী এবং শেখ মুজিবুর রহমান একই সময়ে সময়ের না এদের বিরোধীরাও আলাদা ছিলেন দুই মহান নেতাই তাদের জনগণের ভাগ্যের উন্নতি করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ এক টুইট বার্তায় বলেছেন, দুই দেশের প্রতিষ্ঠাতার অসাধারণ জীবনীকে তুলে ধরতেই ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন’।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী শাহ আলী ফরহাদের টুইটিটি রিটুইট করেছেন।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …