সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / দুই দিনে মাদক এবং ডাকাতির ৫টি মামলায় ১৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ

দুই দিনে মাদক এবং ডাকাতির ৫টি মামলায় ১৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের নাটোর সদর থানা এলাকায় পাঁচটি পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতির ১ টি এবং মাদক আইনে ৪ টি সহ মোট ৫ টি মামলায় ১৩ জনকে আটক করা হয়। রবিবার ও সোমবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার লিটন কুমার সাহার নির্দেশে এবং তার নেতৃত্বে গতকাল রবিবার এবং আজকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে ডাকাতি এবং মাদক মামলায় মোট ১৩ জনকে আটক করা হয়।

সেই সঙ্গে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন, ১টি মোটরসাইকেল, ২টি হাসুয়া, ১ টি ছোরা চাপাতি, ১টি লোহার তৈরী পাইপ ২টি, বাঁশের লাঠি ৪টি ও নাইলনের রশি উদ্ধার করা হয়। মামলা দায়েরের পর তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …