নীড় পাতা / জাতীয় / দীর্ঘমেয়াদি জুডিশিয়াল প্ল্যান তৈরি হচ্ছে – প্রধান বিচারপতি

দীর্ঘমেয়াদি জুডিশিয়াল প্ল্যান তৈরি হচ্ছে – প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক :

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আমাদের বিচারব্যবস্থাকে আধুনিক করে গড়ে তুলতে এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে একটি দীর্ঘমেয়াদি জুডিশিয়াল প্লান তৈরি করা হচ্ছে। এ বিষয়ে আমাদের বিচারবিভাগ ও বার কাউন্সিলে অনেকবার আলোচনা সভা ও বৈঠক হয়েছে। বিচারিক স্টেকহোল্ডারগণের সঙ্গেও বসব আমরা। অতীতের মতো নিয়মিত তদারকির মধ্য দিয়ে আমরা ধাপে ধাপে সব সীমাবদ্ধতা কাটিয়ে উঠবো বলে আমার বিশ্বাস। গতকাল ময়মনসিংহের আইনজীবীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

এ সময় প্রধান বিচারপতির সহধর্মিণী নাফিসা বানু এবং সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফজলুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কালাম অনুষ্ঠান সঞ্চলনা করেন।

আরও দেখুন

বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক: বড়াইগ্রাম (নাটোর) নাটোরে বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার উপজেলা পরিষদ …