সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দীপাবলী উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

দীপাবলী উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দীপাবলী উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুণ্য রেখায় মিষ্টি উপহার দেয়া হয়।

বিএসএফ ১৯৯ ব্যটালিয়ন ভারত হিলি কোম্পানি কমান্ডার আর কে ভোলি রাও হিলি বিজিবি কোম্পানী কমান্ডার আলতাফ হোসেনের হাতে ২ পেকেট মিষ্টি উপহার দিয়ে দিপাবলি’র শুভেচ্ছা জানান। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

সীমান্তের দুবাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় করতে সৌহাদ্য সম্প্রতি বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …