আন্তর্জাতিক ডেস্ক
ভারতের দিল্লিতে একটি রাবার ফ্যাক্টরিতে
আগুন লেগে অন্তত তিন জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়,
শনিবার (১৩ জুলাই) সকালে দিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় ঝিলমিল শিল্প এলাকার
একটি রাবার ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনতলা ভবনটিতে বিপুল
পরিমাণ প্লাস্টিক ও রাবারের পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২৬টি গাড়ি।
শিল্প এলাকা হলেও রাবার ফ্যাক্টরিটির পাশে বেশ কয়েকটি আবাসিক ভবন ছিল। এলাকাটিতে অপরিকল্পিতভাবে খুব কাছাকাছি অসংখ্য ভবন গড়ে উঠেছে, রাস্তাগুলোও অত্যন্ত সরু। একারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।