সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / দিবারাত্রি অটো রাইস মিলস্ এর উদ্যোগে নলডাঙ্গায় দুঃস্থ কর্মহীন মানুষদের মাঝে খাদ্য বিতরণ

দিবারাত্রি অটো রাইস মিলস্ এর উদ্যোগে নলডাঙ্গায় দুঃস্থ কর্মহীন মানুষদের মাঝে খাদ্য বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ

দিবারাত্রি অটো রাইস মিলস্ এর উদ্যোগে নলডাঙ্গায় দুঃস্থ কর্মহীন মানুষদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নলডাঙ্গা বাজারে ১১০ টি পরিবারের মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

নিজে উপস্থিত থেকে এই খাদ্য সহায়তা প্রদান করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

পরে বেলা আড়াইটার দিকে নলডাঙ্গা উপজেলার আমতলী হাই স্কুল মাঠে আরো ১১০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

খাদ্য বিতরণ কালে শরিফুল ইসলাম রমজান জানান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই মানুষের মাঝে এই খাদ্য বিতরণ করা হচ্ছে। যদি কেউ খাদ্য সহায়তা না পেয়ে থাকেন তাহলে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগ করলে তার বাড়িতে খাবার পৌঁছে যাবে। এর আগে তিনি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুস্থ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে এসেছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …