নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের বিরামপুরে রেকটিফাইট স্পিরিট পান করে ৬ জনের মৃত্যু হয়েছে। এদরে মধ্যে অসুস্থ্য অপর দুই জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পথে মারা যায়।
মৃতরা হলে আব্দুল মতিন,আজিজুল ইসলাম, মহসীন আলী, অমৃত লাল, মনজু আরা ও শফিকুল ইসলাম। এদের সকলের বাড়ি বিরামপুর পৌর শহরের মাহমুদপুর গ্রামে। আজ বুধবার ভোরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের মৃত্যু হয়। তবে প্রথমে তিন জনের মৃত্যু হলেও পরে তা বেড়ে ৬ জনে উতির্ন হয়।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান- তারা এ্যালকোহল জাতীয় কোন পানীয় পান করে অসুস্থ্য হবার পর তাদের মৃত্যু হয়। ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত করা যাবে। তবে কি ধরনের এ্যালকোহল পান করেছে এবং কোথায় থেকে সংগ্রহ করেছে সে বিষয়ে পুলিশ অনুসন্ধানে নেমেছে ।
তবে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র মেডিকেল অফিসার ডা. সোলায়মান হোসেন মেহেদি জানান- প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন মৃতরা রেকটিফাইট স্পিরিট পান করেছিল।
মৃতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নির্বাচনে ভোট গ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। …