শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলো ২৯শ ৭০ ডোজ করোনার ভ্যাকসিন

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলো ২৯শ ৭০ ডোজ করোনার ভ্যাকসিন




নিজস্ব প্রতিবেদক, হিলি:
করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় প্রথম ধাপে ২৯শ ৭০টি ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আগামী ৭ ফেব্রুয়ারী থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। বুধবার (৩ই ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টায় সরকারী একটি অ্যাম্বুলেন্সে করে এসব ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে।

এ সময় ভ্যাকসিন গ্রহণ করেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার গাদ্দাফী শিকদার এবং উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার গাদ্দাফি বলেন, আমরা প্রথম পর্যায়ে ২শ ৯৭ ভায়াল পেয়েছি যা ডোজ হবে ২৯শ ৭০টি। এই ডোজ দিয়ে উপজেলার ১ হাজার ৫শ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। রেজিষ্টেশনের মাধ্যমে এসব ভ্যাকসিন দেওয়া হবে। ৫৫ বছরের উর্ধ্বে যারা করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করতে পারবে,তবে অগ্রাধিকার ভিত্তিক কিছু মানুষকে এর নিচেও দেওয়া হবে। আগামী ৭ তারিখ থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, সরকার আমাদের হাকিমপুরেও করোনা ভ্যাকসিন পাঠিয়েছে, আমরা ব্যপক প্রচারের ব্যবস্থা গ্রহন করেছি, পর্যায়ক্রমে সকলকে এই করোনা ভেকসিন দেয়া হবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …