রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / দিনাজপুরের হাকিমপুরে পুলিশের গুলিতে ডাকাত সর্দ্দারের মৃত্যু, ২ পুলিশ আহত ও অস্ত্র-গুলি উদ্ধার

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের গুলিতে ডাকাত সর্দ্দারের মৃত্যু, ২ পুলিশ আহত ও অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে কহিদুল ইসলাম নামের এক ডাকাতের মৃত্যু হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় পুলিশের এসআই মাহে আলম ও কনষ্টবল ফজলুল হক গুরুত্বর আহত হয়। ঘটনাস্থল থেকে ১ টি পাইপগান ও কয়েক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওই কাশিয়াডাঙ্গা গ্রামে গভীর রাতে পুলিশ ডাকাতদের ধরার চেষ্টা করে। ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং গুলি বর্ষন করে। এ সময় পুলিশের এসআই মাহে আলম ও কনষ্টবল ফজলুল হক গুলিবিদ্ধ হয়। পুলিশ পাল্টা গুলিতে ডাকাত সর্দ্দার কহিদুল ইসলামের (৪২) মৃত্যু হয় এবং অন্যান্যরা পালিয়ে যায়।

মৃত্যু ডাকাত সর্দ্দার কহিদুল উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের মৃত সালামত প্রধান এর ছেলে।

ঘটনা স্থল থেকে পুলিশ একটি পাইপগান, তাজাগুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন, ছিনতাই, ডাকাতি সহ ১১ টি মামলা রয়েছে।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …