সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুরের শতাধিক গরীব অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

দিনাজপুরের শতাধিক গরীব অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের ঘোড়াঘাটে মহামারি করোনা ভাইরাস ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া গরীব অসহায় দুস্থ্য শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার অধিনস্থ ১৬পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় সেনাবাহিনীর নিজস্ব তহবিল হতে আজ দুপুরে উপজেলার কানাগাড়ি এলাকার হরিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর ১৬পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান তাদের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।

পর্যায়ক্রমে সকল গরীব অসহায় দুস্থ্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে জানিয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে চলাচলের অনুরোধ জানান। এসময় সেখানে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীবসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …