নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে মারপিটের অভিযোগে মৃত্যু ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে। এতে করে মৃত্যু ও প্রতিবন্ধী ব্যক্তিকে আসামী করার ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, কাটলা বাজারে শুক্রবার রাতে মারপিটের অভিযোগে গত শনিবার রাতে বিরামপুর থানায় একটি মামলা হয়েছে। দক্ষিণ দাউদপুর গ্রামের দছিম উদ্দিনের ছেলে নাসির উদ্দিন বাদি হয়ে করা ওই মামলায় ১২জনকে আসামী করা হয়েছে। কিন্তু মামলার এজাহার ভুক্ত ৮নং আসামী মৃত্যু সজেতুল্যা মন্ডলরের ছেলে মৃত্যু দলিল উদ্দিন মন্ডল, গ্রাম দক্ষিণ দামোদরপুর ২০১৫ সালের ৭ অক্টোবর মৃত্যু বরণ করেন।
সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল আলম ১২-১০-২০১৫ তারিখে ১২৫৭নং মৃত্যু সনদ প্রদান করেন। অপরদিকে এজাহারের ৫নং আসামী তোফাজ্জল, পিতা-মৃত্যু সজতুল্যাহ মন্ডল, গ্রাম দক্ষিণ দামোদরপুর একজন প্রতিবন্ধী ব্যক্ত্যি। গত ২৯-০৫-২০১৬ তারিখে তোফাজ্জলকে একজন দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধী উল্লেখ করে সমাজসেবা অধিদপ্তর পরিচয়পত্র প্রদান করেন। তোফাজ্জল নিয়মিত প্রতিবন্ধী ভাতা পেয়ে আসছেন। এই মৃত্যু ও প্রতিবন্ধী ব্যক্তিকে আসামী করার ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানায়, বাদির লিখিত এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। তবে সঠিক তদন্ত মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানায়, মামলাটি সঠিক ভাবে তদন্ত করা হবে এবং অহেতুক যাতে কেউ হয়রানীর শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।
সাবেক কাটলা ইউপি চেয়ারম্যান সামছুল আলম জানায়, মৃত্যু মৃত্যু সজেতুল্যা মন্ডলরের ছেলে মৃত্যু দলিল উদ্দিন মন্ডল ২০১৫ সালের ৭ অক্টোবর মৃত্যু বরণ করেন এই মর্মে তাকে চেয়ারম্যান কার্য্যলয়ের প্যাডে একটি মৃত্যুর প্রত্যয়ন পত্র দেওয়া হয়।