বুধবার , জানুয়ারি ১ ২০২৫
নীড় পাতা / টপ স্টোরিজ / দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে সংঘর্ষ নিহত ১ আহত ৫ জন

দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে সংঘর্ষ নিহত ১ আহত ৫ জন

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল বাকি নামে একব্যাক্তি নিহত গুরুতর আহত ৫ জন। গতকাল বিকেলে বিরামপুর উপজেলার ভবানীপুর মুন্সিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুর্ব শত্রুতার জের ধরে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুল বাকী, মোস্তাফিজুর, মনিরুজ্জামান, আনজেমান, আব্দুল লতিফ ও মেজবাউল আহত হয়।

আহতদের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগির অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে আব্দুল বাকি মারা যায়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, আগে থেকেই তাদের জমিজমা নিয়ে দন্ড ছিল। উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় স্থানীয় বৈঠকে লিখিত ভাবে আপোষ মিমাংসাও হয়েছিলো।

আরও দেখুন

গোমস্তাপুরে বাংলাদেশ জামায়েত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বোয়ালিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়েত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। …