রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / দিনাজপুরের বিরামপুরের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮ টি স্বর্ণের বার সহ এক চোরাকারবারী আটক করেছে পুলিশ

দিনাজপুরের বিরামপুরের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮ টি স্বর্ণের বার সহ এক চোরাকারবারী আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত এলাকা থেকে ৮টি স্বর্ণের বারসহ গোলাজার হোসেন (৫০) নামের স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় সীমান্তের কাটলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত গোলজার বিরামপুর উপজেলার কাটলার বাঁশিপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সীমান্তের কাটলা বাজার এলাকায় ওৎ পেতে থাকে। এ সময় পুলিশের উপস্থিতি দেখে সোনার বার গুলো পার্শের কাঠের গুড়ির নিচে রেখে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা গোলাজার হোসেন আটক করেন। পরে কাঠের গুড়ির নিচ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …