রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুরের বিরলে ব্যাপক ভুট্টার চাষাবাদ’ কমে গেছে বোরো চীনা ধানের চাষ

দিনাজপুরের বিরলে ব্যাপক ভুট্টার চাষাবাদ’ কমে গেছে বোরো চীনা ধানের চাষ


নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুর জেলার বিরল উপজেলার সকল গ্রামের মধ্যে ব্যাপক ভুট্টা চাষ করছে সে এলাকার কৃষকেরা।
সরেজমিনে দেখা যায়, দিনাজপুর জেলার বিরল উপজেলার নিজামপুর, সুকদেবপুর, চকসীমানা সহ প্রায় গ্রামেই উপযুক্ত সময়ে কৃষকেরা ভুট্টা চাষ করে লাভবান হচ্ছেন।

এ বিষয়ে অতুল রায় ও ধনপতি শীলের সাথে কথা হলে তিনি জানান, বর্তমানে ভুট্টা চাষ সহজ এ ফসল চাষ করতে তেমন কোন কিছু প্রয়োজন হয়না। কিন্তু বোরো চাষে ব্যাপক খরচ ও ঘনঘন পানি সেচ দিতে হয়। তাই আমরা বোরো ও চিনাধান চাষকরা কমিয়ে দিয়েছি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …