শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অফিস সহকারী আটক

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অফিস সহকারী আটক

নিজস্ব প্রতিবেদক, হিলি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল ইসলাম ও অফিস সহকারী সমর কুমারকে হাসপাতালের অনুকুলে বরাদ্দকৃত ৫লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আটক করেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় দিনাজপুর।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দুর্নীতি দমন সমন্বিত কার্যালয় দিনাজপুরের একটি অভিযানিক দল হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করেন। উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান ও সহকারি উপ-পরিচালক আহসানুল হাবিব পলাশের নেতৃত্বে দুদকের একটি দল তাদের আটক করেন।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, চলতি ২০১৮-১৯ অর্থবছরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকুলে বিভিন্ন খাতের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। পরে এবিষয়ে তদন্ত স্বাপেক্ষে বিভিন্ন খাতের ৫লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের সত্যতা পাওয়া যায়। এঘটনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অফিস সহকারীসহ চারজনের বিরুদ্ধে আজ মামলা দায়ের পূর্বক তাদের দুজনকে আটক করা হয়। বাঁকি দুজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও দেখুন

নাটোরে গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর 

নিজস্ব প্রতিবেদক: নাটোরে পৃথক দুইটি অভিযানে  ১৮ কেজি গাঁজা সহ রুহেল আহমেদ (২৬) ও  গোলাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *