বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / দিনাজপুরের নবাবগঞ্জে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা

দিনাজপুরের নবাবগঞ্জে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের নবাবগঞ্জে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের নিস্শ্যা কাজলদিঘি গ্রামে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার সংবাদ পেয়ে পুলিশ দুপুরে তাদের নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, ওই গ্রামের হাজী মোঃ হাফিজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী ফেন্সী বেগম (৫৫) প্রতি রাতের ন্যায় রাতে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে না উঠায় প্রতিবেশীরা ডাকাডাকি করে। কিন্তু কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাদের মরদেহ দেখতে পান।

পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। এব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …