বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুরের নবাবগঞ্জে ভ্যান, রিক্সা, অটোরিক্সা চালকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্যান, রিক্সা, অটোরিক্সা চালকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, হিলি
করোনা ভাইরাস বিস্তার রোধে ঘরে অবস্থান করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে ৬ হাজার ৫শ দরিদ্র ও অসহায় ভ্যান, রিক্সা, অটোরিক্সা ও ভটভটি চালককে খাদ্য সহায়তায় প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সমাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়নে একযোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ২ হাজার ৫শ জন ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের ব্যক্তিগত তহবিল থেকে ৪ হাজার চালককে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
উপজেলার কুশদহ, জয়পুর, গোলাপগঞ্জ,ও বিনোদ নগর ইউনিয়ন পরিষদে সংসদ সদস্য চালকদের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন। প্রতিজনকে ১০ দিনের খাদ্য সামগ্রী প্রদান করা হয় ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ও সহকারী কমিশনার (ভুমি) আল মামুন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম,সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবতী, থানার ওসি অশোক কুমার চৌহানসহ ৯টি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *