রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / দিনাজপুরের নবাবগঞ্জে বন্ধুক যুদ্ধে দুই ডাকাত সদস্যের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে বন্ধুক যুদ্ধে দুই ডাকাত সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরঃ
দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে দুই ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানার তদন্ত ওসি সহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। মৃত্যু ডাকাত সদস্যরা হলেন গাইবান্দা জেলার সাদুল্যাপুর উপজেলার মোহাম্মাদ আলীর ছেলে রফিকুল ইসলাম(২৮), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ওয়াজেদ আলী(৩০)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার জানান-আটককৃত ডাকতদলের ওই দুই সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী তাদেরকে নিয়ে বৃহস্পতিবার ভোরে পুলিশ উপজেলার ছোট মাগুরা গ্রামে অস্ত্র উদ্ধার করতে গেলে ডাকাত দলের অন্যান্য সদস্যরা এ সময় পুলিশের উপর লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়ে। এ সময় ডাকাত দলের ওই দুই সদস্য ডাকাত দলের অন্যান্য সদস্যের গুলিতে গুলিবৃদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …