নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের নবাবগঞ্জ আসুরার বিলে ধান আবাদের দাবিতে এবং বাঁধ নির্মানের প্রতিবাদে দীর্ঘ ১৩ দিন ধরে একই ভাবে অবস্থান কর্মসূচী পালন করে আসছে বিল োরের কয়েক হাজর নারী-পুরুষ।
দিনের প্রখর রোদ আর রাতের শীত উপেক্ষা করে গত ৩০ অক্টোবর থেকে বাঁধের উপর একই ভাবে অবস্থান ধর্মঘট চলে আসলেও প্রশাসনের কোন পদক্ষেপ নাই। আন্দোলন কারীদের অনেকেই ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
আন্দোলন কারীরা বলছেন, যতদিন প্রশাসনের পক্ষ থেকে বিলে বাঁধ নির্মাণ না করার আশ^াস পাওয়া যাচ্ছে তাতদিন তাদের এই অনির্দিষ্ট কালের অবস্থান ধর্মঘট চলবে। তাদের দাবি বিলে বাঁধ নির্মানের ফলে পানির প্রবাহ বন্ধ হয়ে বিলে পানি জমে থাকে। ফলে শুষ্ক মৌসুমে বিলের জমিতে ধান চাষ করা থেকে বঞ্চিত হচ্ছে বিল পারের কয়েক হাজার কৃষক।
প্রধান মন্ত্রির হস্তক্ষেপ কামনা করেছেন বিল পারের এসব অসহায় কৃষক।