শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / দিনাজপুরের আশুরার বিলে প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত, বাঁধ মেরামত শুরু

দিনাজপুরের আশুরার বিলে প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত, বাঁধ মেরামত শুরু

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শেখ রাসেল জাতীয় উদ্যানের আশুড়ার বিলের ক্রস ড্যাম প্রকল্পের বাঁধ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সকালে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর এলাকা বাসি দলবদ্ধ হয়ে ওই বাঁধের দুটি ক্যানেলের কিছু অংশ ভেঙ্গে ফেলে। পরে উপজেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে পুনরায় বাঁধ মেরামত কাজ আবার শুরু হয়।

হরিপুর এলাকাবাসী দীর্ঘদিন ধরে আশুরার বিলের সরকারি সম্পত্তি তারা ভোগ দখল করে আসছিলো। এমন কি কয়েক বছর তারা সরকারকে খাজনাও পরিশোধ করেছে। এখন আর তাদের কাছ থেকে খাজনা নেয়া হয়না। বাঁধের কারনে পানি জমে থাকায় অবৈধ দখলিয় জমিতে তারা চাষাবাদ করতে পারছে না। তাই বিক্ষব্ধ এলাকাবাসী শত শত নারী পূরুষ দলবদ্ধ হয়ে এসে বাঁধ ভেঙে দেয়। পরে স্থানীয় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে আশ্বাস দিলে উত্তেজিত জনতা ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, সরকারী স্বার্থ রাক্ষার স্বার্থে যারা বাঁধ ভেঙ্গে দিয়েছে দ্রæত তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থান নেওয়া হবে।

২০১৯ সালে আশুড়ার বিলে নির্মিত ১৮ লাখ টাকা বরাদ্দে ক্রস ড্যামসহ পশ্চিম থেকে পূর্ব দিকে মাটির বাঁধ নির্মাণ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। ২০১৯ সালের জুন মাসে ক্রস ড্যাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক। ক্রস ড্যামসহ বাঁধ নির্মাণ করার কারণে আশুড়ার বিলের বর্ষা মৌসুমের পানি জমে থাকে বিলটিতে। প্রাকৃতির দৃশ্যসহ দেশী প্রজাতির মাছের অভয়াশ্রমসহ দেশী মাছ সংরক্ষনের নিরাপদ বিলে পরিণত হয়।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …