সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / দিনাজপুরের ঘোড়াঘাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ইয়াবাসহ এক দম্পত্তিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বুলাকিপুর বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৯৯পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃতরা হলো, পার্শবর্তী বিরামপুর উপজেলার জলকামড়া গ্রামের নুর হোসেনের ছেলে আবু সাইদ (২২) এবং তার স্ত্রী ওয়াহিদা খানম সুমি (২০)।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, বুলাকিপুর বেগুনবাড়ি এলাকায় ইয়াবা বেচা-কেনা হচ্ছে। গোপন সুত্রে এমন খবর পেয়ে এসআই জিয়া’র নেতৃত্বে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ৯৯ পিছ ইয়াবা সহ সাইদ-সুমী দম্পত্তিকে আটক করা হয় এবং অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অভ্যহত থাকবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …