রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে স্বাধীনতা দিবস পালিত 

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে স্বাধীনতা দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক: 

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। আজ রবিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। নাটোর শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ ও   জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে পুষ্প স্তবক অর্পণ করা হয়।

পরে জেলা ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
পরে সকাল ৮ টায় শঙ্কর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের আয়োজন করে । এ ছাড়া দিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করা হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …