সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে হিলি শত্রু মুক্ত দিবস পালিত

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে হিলি শত্রু মুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, হিলি:
আজ ১১ ডিসেম্বর হিলি শত্রু মুক্ত দিবস, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আজকের এই দিনে মুক্তিযুদ্ধের ৭নং সেক্টরের আওতায় দিনাজপুরের হিলি শত্রুমুক্ত হয়। ফুল দিয়ে শ্রদ্ধা অর্পন, আলোচনাসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে হিলি শত্রু মুক্ত দিবস।

শুক্রবার সকাল ১০টায় হিলির মুহারাপাড়াস্থ সন্মুখ সমরের শহীদ বেদীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরে নিহতদের স্মরনে একমিনিট নিরবতা পালন করা হয়। পরে সেই দিনের স্মৃতিচারন করে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও মুক্তিযুদ্ধ মঞ্চের আয়োজনে নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা ও সেদিনের কিছু আলোকচিত্র প্রদর্শণ করা হয়।

এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, পৌরমেয়র জামিল হোসেন চলন্তসহ বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …