সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / দিঘাপতিয়া বালিকা শিশুসদনে ঈদের পোষাক ও প্রসাধনী বিতরণ করলেন ডিসি

দিঘাপতিয়া বালিকা শিশুসদনে ঈদের পোষাক ও প্রসাধনী বিতরণ করলেন ডিসি

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশুসদনে ঈদের পোষাক ও প্রসাধনী বিতরণ করলেন জেলা প্রশাসক ও দিঘাপতিয়া বালিকা শিশু সদনের সভাপতি মোঃ শাহরিয়াজ পিএএ। শনিবার সকালে সদর উপজেলার দিঘাপতিয়ায় অবস্থিত বালিকা শিশু সদনে এই ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। ঈদ সামগ্রীর মধ্যে ছিল থ্রি পিস-৩ সেট ২. গামছা, মেহেদী, মাথার ব্যান্ড, ক্লিপ, হাতের চুরি, নেলপালিশ, সাবান, শ্যাম্পু বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন এনডিসি জাকির মুন্সী, দিঘাপতিয়া বালিকা শিশু সদনের সাধারণ সম্পাদক, সৈয়দ মোস্তাক আলী মুকুল,সদস্য ডা. আবুল কালামসহ কমিটির অন্যান্য সদস্য। করোনা সংক্রমণকালে যদিও ঈদ সেভাবে উদযাপিত হচ্ছেনা, তারপরেও এই সকল অনাথ শিশুরা তাদের প্রাপ্য থেকে যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ বলে জানান জেলা প্রশাসক।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …