শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও ফলাফল বিতরণ

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও ফলাফল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদীঃ
মানসম্মত ও আধুনিক শিক্ষার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা দাশুড়িয়ার অন্যতম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত এই সমাবেশে শিশুদের শিক্ষার প্রতি গুরুত্ব দিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক গোপাল অধিকারী সভাপতির বক্তব্যে বলেন, শিক্ষা এমন একটি বিষয় যা অর্থ দিয়ে কেনা যায় না। যেখানে আত্মীয়তা চলে না। শিক্ষার ক্ষেত্রে কোন ছাড় নেই। সন্তানদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করা জরুরী বলে তিনি মনে করেন। সেজন্য অভিভাবককে সঠিক শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিতে সচেতন হবার পরামর্শ দেন তিনি। গণিতে ও বাংলা-ইংরেজি ব্যাকরণে দক্ষ করে গড়ে তুলতে ও অল্প সময়ে মানসম্মত পাঠদান করতে কেজি স্কুলে ভর্তি হবার পরামর্শও দেন তিনি। পরিচালক গোপাল অধিকারীর সভাপত্বিতে এসময় দাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ কামরুন্নাহার, সরোয়ার জাহিদ তপনসহ অত্র বিদ্যালয়ের অভিভাবক, হাচিনা নিজাম, আন্না আনজুমান, নুরজাহান সাথী, মরিয়ম সিদ্দিকা রেখা, সন্তোষ দাস, সুমাইয়া শিমুসহশিক্ষক-শিক্ষিকামন্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত অভিভাবকরা দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল’র পাঠদান পদ্ধতির প্রশংসা করে বিদ্যালয়টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে বার্ষিক পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …