নিজস্ব প্রতিবেদক ঈশ্বরদী,,,,,,,,,,,,,,,,দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মা সমাবেশ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক গোপাল অধিকারী বলেন, আজকের সন্তানই আগামীর ভবিষ্যৎ। তাই সন্তানদের সুশিক্ষা ও আধুনিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে এবং ভাল প্রতিষ্ঠানে পড়াতে হবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুবর্না অধিকারী বলেন, একজনই মাই পারে সন্তানকে এগিয়ে নিতে সুতরাং মায়েদের আরও সচেতন হতে হবে। এসময় বিদ্যালয়ের পাঠদান পদ্ধতির প্রশংসা করে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য তানিয়া খাতুন, দিতি খাতুন, চম্পা খাতুন ও সাদিকা পারভীন। পরে হাতের লেখা ও অংকন প্রতিযোগীতা এবং নতুন বছরের বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্কুলের সার্বিক নিয়ম-কানুন বলে নতুন শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় প্রতিষ্ঠানের শিক্ষক হাচনা জাহান, আন্জুমানআরা আন্না, সাথী খাতুন, জাকির হোসেন, সন্তোষ দাস, আরজু মনোয়ারা, মেহজাবিন মেঘলা, খাদিজাতুল কোবরা, শাবনাজ শারমিন, বিথি খাতুন অভিভাবক সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষাজীবনের প্রথম দিন স্মরণীয় করে রাখতে ফাস্ট ডে অফ স্কুল ফটোবুথে ছবি ওঠেন শিক্ষার্থীরা।