শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন

ডেস্ক নিউজ:
বণার্ঢ্য আয়োজনে দাশুড়িয়ার স্বনামধন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ মার্চ দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান।

প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারীর সভাপতিত্বে দিনব্যাপী শিক্ষার্থী, প্রাক্তণ শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকাসহ অতিথিদের নিয়ে বিভিন্ন খেলার মাধ্যমে ফ্যামিলি ডে মিলন মেলায় পরিণত হয়। বিকেলে মোট ২৬ টি ইভেন্টের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এসময় বিশেষ অতিথি দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম ডাবলু, সাংবাদিক আবুল হাসেম, নারী উন্নয়ন কেন্দ্রের পরিচালক নাসরিন আক্তার শেলি, সকাল প্রি-ক্যাডেট স্কুল এর পরিচালক মহিদুল ইসলাম, মাতৃছায়া কিন্ডার গার্টেনের পরিচালক শেখ মহসিন, সাংবাদিক আলিফ হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুবর্ণা অধিকারী’র সার্বিক পরিচালনায় সকল শিক্ষক-শিক্ষিকার সমন্বয়ে সারাদিন ব্যাপি ৬টি গ্রæপের সর্বমোট ২৬টি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে  ২০২৩ সালে বৃত্তিপ্রাপ্ত ২৬ মেধাবী ও ২১ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে ফ্যামিলি ডে উদযাপন উপলক্ষে র‌্যাফেল ড্র’র পুরষ্কার তুলে দেওয়া হয়। সকাল ৯ টায় স্পোটর্স ডে’ র উদ্বোধন করেন দাশুড়িয়া ডিগ্রী অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম। প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি মোস্তফা আহমেদ পিয়াস।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …