সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / দায়িত্বভার গ্ৰহণ করলেন নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদ

দায়িত্বভার গ্ৰহণ করলেন নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদ

নিজস্ব প্রতিবেদক
নলডাঙ্গা উপজেলার দায়িত্বভার গ্ৰহণ করলেন নব নির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। সোমবার দুপুরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন।

প্রথমেই তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান। সেখানে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সেখান থেকে ফিরে উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে গিয়ে পারিষদসহ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। পরে সেখানে তিনি উপজেলায় দায়িত্বরত কর্মকর্তাদের নিয়ে এক সভায় যোগ দেন। দায়িত্বভার গ্রহণের প্রাক্কালে সুষ্ঠুভাবে উপজেলা পরিষদ পরিচালনার জন্য তিনি উপজেলার কর্মরত কর্মকর্তাবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এর আগে আসাদুজ্জামান আসাদ ১৮ জুন পঞ্চম ও শেষ ধাপে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …