নিউজ ডেস্ক:
২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দাম কমবে স্টেইনলেস স্টিল, অপরিশোধিত এবং পরিশোধিত রাইস ব্রান তেল, গমের ভুষি, সূর্য্যমূখী বীজ, তুলা বীজ, প্রাণীজ তেল, সোডিয়াম পার কার্বোনেট, পশু পাখির অ্যান্টিবায়োটিক ওষুধ, পশুপাখির হরমন জাতীয় ওষুধ, উচ্চ প্রোটিন দানাদার উদ্ভিদের।
এছাড়াও দেশে উৎপাদিত মোটর সাইকেল, ওয়াশিং মেশিন, কম্পিউটার, দেশে উৎপাদিত এলপিডি সিলিন্ডার, দেশে উৎপাদিত খেলনা, সিমেন্টের দাম কমবে। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত যেসব পণ্যের দাম কমবে টেফলন টিউব, সিলিকন টিউব, পিভিসি ও পিভিডিসি ফিল্ম, সুই ক্যাননুলার হাবস এবং ক্যাপসের।
এর আগে, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে যোগ দেন মন্ত্রিসভার সদস্যরা।
৫০তম বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। রাজস্ব আয় ঠিকঠাক হলেও, ঘাটতি ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অর্থাৎ ৩৫ শতাংশ টাকাই ধার করতে হবে সরকারকে। বাজেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ ঘাটতি।
উল্লেখ্য,বাজেটে শুল্ক কর বাড়ানো বা কমানোর যে প্রস্তাব করা হয় তা বাজেট ঘোষণার পরপরই কার্যকর হয়।