নিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়ায় গত বছরের দাবানলে অন্তত ৩শ’ কোটি প্রাণি মারা গেছে অথবা বাস্তচ্যুত হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
মঙ্গলবার (২৮ জুলাই) আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচারের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়েছে। প্রতিবেদনে অস্ট্রেলিয়ার গত গ্রীষ্মের দাবানলকে আধুনিক ইতিহাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয়।
গত বছর অস্ট্রেলিয়ার প্রায় সবকটি রাজ্যেই দাবানল ছড়িয়ে পড়ে। এতে মারা যায় অন্তত ৩৩ জন মানুষ। এছাড়াও নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যেই মারা যায় ১২৫ কোটি প্রাণি। তবে এবার বড় পরিসরে হিসেব করে বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ায় প্রাণিদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে এই নতুন তথ্য দিলেন।
সূত্র: ডিবিসি নিউজ