নিজস্ব প্রতিবেদক
এসডিজি স্থানীয়করণে “নাটোর মডেল” শীর্ষক কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য দলগত বিভাগে জাতীয় পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে ‘জনপ্রশাসন পদক’ পেলেন নাটোরের সাবেক ও বর্তমানে কর্মরত ৬ কর্মকর্তা।
পদকপ্রাপ্তরা হলেন সাবেক জেলা প্রশাসক শাহিনা খাতুন, বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম রাব্বী, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ড. মোঃ রাজ্জাকুল ইসলাম, সাবেক সহকারী কমিশনার হাসিনা মমতাজ এবং সহকারী কমিশনার নাজমুল আলম উদয়।
নাটোর জেলা এসডিজি ২০৩০ এবং রূপকল্প ২০৪১ নিয়ে এই কর্মপরিকল্পনা সাজানো হয়েছে। মোট ৩৩২ পৃষ্ঠার এই বইটিতে সরকারের ৪৫টি দপ্তরের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ নানা বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। নাটোরকে মডেল ধরে তৎকালীন জেলা প্রশাসক শাহিনা খাতুনের উদ্যোগে জেলা কর্মপরিকল্পনা তৈরী করা হয়। পরে এই কর্মপরিকল্পনা সারা দেশব্যাপী মডেল হিসেবে পরিচিতি পায়।
সরকারের এসডিজি বাস্তবায়নে ইতোমধ্যে নাটোর জেলা কর্মপরিকল্পনার আদলে সংশ্লিষ্ট জেলা পরিকল্পনার নির্দেশ দেওয়া হয়।