শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের চেয়ারম্যান হলো

দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের চেয়ারম্যান হলো

নিউজ ডেস্ক:
দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের (এসএটিআরসি) ২০২৩ সালের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির তত্ত্বাবধানে এসএটিআরসির ২২তম সভায় বাংলাদেশকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আজ বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএটিআরসি–ভুক্ত বাংলাদেশ, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও ইরানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রধান এবং এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির সেক্রেটারি জেনারেল ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তিন দিনব্যাপী ভার্চু্৵য়াল সভায় অংশ নেন। ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত আয়োজিত এ সভাতেই বাংলাদেশকে এসএটিআরসির ২০২৩ সালের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

২০২৩ সালের এসএটিআরসির সভা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়াসহ বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারকে বর্তমান মেয়াদে এসএটিআরসির ভাইস চেয়ারম্যানও নির্বাচিত করা হয়। এ ছাড়া ২০২২ সালে এসএটিআরসির ওয়ার্কিং গ্রুপ অন পলিসি, রেগুলেশন অ্যান্ড সার্ভিসেসের সভাও বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে ২২তম সভায় সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ফের এই ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …