বুধবার , জানুয়ারি ১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / থানাগেটে অসহায় বৃদ্ধা, ওসির মানবিক দৃষ্টি

থানাগেটে অসহায় বৃদ্ধা, ওসির মানবিক দৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
দেশে নতুন করে জঙ্গি হামলার আশঙ্কায় সতর্ক পুলিশ সদস্যরা। তাই যেকেউ যাতে থানায় ঢুকতে না পারে সেজন্য থানার প্রধান গেটটি বন্ধ করে ছোটগেটটি খোলা রাখা হয়েছে। সেখানে দায়িত্বরত পুলিশকে দেখে থানার ভেতর প্রবেশ করতে সাহস পাচ্ছেনা এক বৃদ্ধা মহিলা। থানার গেট ধরেই সাহায্য চাইছিলেন তিনি।

বৃহস্পতিবার দুপুরের দিকে নাটোরের গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম কর্মব্যস্ততার ভিড়েও এই দৃশ্যটি দেখতে পান। এসময় বৃদ্ধার পড়নে ছিল একটি ছেড়া শাড়ী এবং হাতে ছিল একটি ভিক্ষার ঝুলি। কর্মব্যস্ততার মধ্যেই ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য কাছে যান ওসি। এসময় এ প্রতিবেদকের ক্যামেরায় বন্দি হয় মানবিক দৃশ্যটি।

ওই মহিলার নাম গুন্নাহার। বয়স সয়োত্তরের কাছাকাছি। উপজেলার মকিমপুর গ্রামের মৎস্যজীবী পাড়ায় বসবাস করেন। ত্রিশ বছর আগে তার স্বামী ছাবের আলীর মৃত্যু হয়েছে। বিধবা অসহায় বৃদ্ধা হয়ে পড়লেও এখন পর্যন্ত তার বয়স্ক ভাতা বা বিধবা ভাতা কোনোটাই হয়নি। দুই মেয়েকে নিয়ে খেয়ে না খেয়ে প্রতিটি দিন অনেক কষ্টে চলতে হয়েছে তাকে। মেয়েদের বিয়ে দেওয়ার পর দেখার কেউ না থাকায় অন্যের দ্বারে হাত পেতে চলছে তার জীবন। তাই সাহায্যের জন্য থানার গেটের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে আছেন। এসব কথা শুনে ওসি মোজাহারুল ইসলাম তাৎক্ষনিক তার এলাকায় খোঁজখবর নেন এবং ওই বৃদ্ধা সত্যি অসহায় হওয়ায় তাকে ত্রাণ সহায়তা দেন।

ওসি মো. মোজাহারুল ইসলাম বলেন, থানার গেটের সামনে ওই বৃদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখে মানবিক কারণে তার কথা শুনি। তার বয়স্ক বা বিধবা ভাতার কার্ড আছে কিনা দেখতে হবে। এলাকার মেম্বার ও জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করে তাকে সাহায্যের ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের  ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা ছাত্রদলের …