সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ত্রাণের চাল চোরদের আইনি সহায়তা দেবেন না নাটোরের আইনজীবীরা

ত্রাণের চাল চোরদের আইনি সহায়তা দেবেন না নাটোরের আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদকঃ
ত্রাণের চাল চোরদের আইনি সহায়তা দেবেন না নাটোর আইনজীবীরা। সোমবার সকালে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট প্রসাদ তালুকদার। সম্প্রতি নাটোরে প্রাণের চাল চুরির দায়ে সিংড়া উপজেলার ইউনিয়নের ইউপি সদস্য শাহিন শাহ এবং আওয়ামী লীগ নেতা আবদুল আওয়াল স্বপন দল থেকে বরখাস্ত হয়েছেন। সেই সঙ্গে ইউপি সদস্য শাহিন শাহ কে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউপি সদস্য পদ থেকে বরখাস্ত করা হয়েছে। উভয়কে ভ্রাম্যমাণ আদালত একমাস করে কারাদণ্ড প্রদান করেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট প্রসাদ তালুকদার জানান এই ধরনের ঘৃণ্য অপরাধীরা যাতে কোনোভাবেই পার না পায় তার জন্য আইনজীবী সমিতির পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যাতে ভবিষ্যতে কেউ এই গরীব অসহায় মানুষের প্রান চুরি করতে না পারে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …