সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / তোমরা আইন টাকে হাতে তুলে নিও না-পুলিশ সুপার

তোমরা আইন টাকে হাতে তুলে নিও না-পুলিশ সুপার


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
তোমরা কোন ভুল করনা এবং তোমার আইন টাকে হাতে তুলে নিও না। এই এলাকায় যে মাডারের ঘটনা ঘটেছে। এইটা কে কেন্দ্র করে আর যদি কোন অঘটন ঘটে তবে তোমারাও আসামি হবে । তখন কাউকে ছাড় দেওয়া হবে না। মকলেছ হত্যাকাণ্ডের  মামলার মূল আসামি মাটির নিচে থাকলেও তাকে আটক করা হবে।  ঈশ্বরপাড়া গ্রামে আর কোন প্রকারের অঘটন যেন না ঘটে।

বৃহস্পতিবার বিকেলে নাটোরের লালপুরে ঈশ্বরপাড়া গ্রামে দুই পক্ষের বিরোধ মিমাংসা করে এলাকায় শান্তি স্থাপনের লক্ষ্যে ওই গ্রাম বাসীর সাথে এক মতবিনিময় সভায় নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা তাঁর বক্তব্যে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর থানার ওসি ফজলুর রহমান, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি প্রমুখ।

এছাড়া স্থানীয় সংবাদকর্মীরা সহ ঈশ্বরপাড়া গ্রামের দুই পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে ঈশ্বরপাড়া গ্রাম পরিদর্শন করে পুলিশ সুপার লিটন কুমার সাহা ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী সহ অনান্যরা।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …