নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / তৃতীয় ধাপের নির্বাচনে নাটোরের দুটি উপজেলায় ভোট গ্রহণ সামগ্রী বিতরণ

তৃতীয় ধাপের নির্বাচনে নাটোরের দুটি উপজেলায় ভোট গ্রহণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নাটোরে গুরুদাসপুর এবং বড়াইগ্রাম উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল ২৯ মে বুধবার বড়াইগ্রাম উপজেলায় ১০০টি এবং গুরুদাসপুর উপজেলায় ৭২ টি সবমিলিয়ে দুই উপজেলায় ১৭২ টি ভোটকেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দুই উপজেলায় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। এছাড়াও বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও প্রত্যেকটি ইউনিয়নে নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি করে টিম মোতায়েন থাকবে। দুই উপজেলায় ২৫ টি কেন্দ্র গুরুত্বপূর্ণ বলে শনাক্ত করা হয়েছে। এই কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এই দুই উপজেলার রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন জানান, সুষ্ঠু সুশৃংখল ভোটগ্রহণের জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও দেখুন

রাজনৈতিক কর্মী হিসেবে আওয়ামী লীগ আমাদের স্থায়ী ঠিকানা -পলক

নিজস্ব প্রতিবেদক: নাটোর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, …