সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / তৃতীয় দফা নির্বাচনে নাটোরের সিংড়া পৌরসভায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শেষে ভোট গণনা শুরু

তৃতীয় দফা নির্বাচনে নাটোরের সিংড়া পৌরসভায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শেষে ভোট গণনা শুরু

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
তৃতীয় দফা নির্বাচনে নাটোরের সিংড়া পৌরসভায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শেষে ভোট গণনা শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

বেলা ১ টার দিকে প্রকাশ্যে সিল মারা, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগ এনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি মেয়র প্রার্থী। এছাড়া আর কোন বিশৃঙ্খলা ছাড়াই ভোট গ্রহণ সম্পান্ন হয়।

ভোট গণনার সময় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় প্রার্থীদের সমর্থকরা প্রতিটি কেন্দ্রের সামনে অবস্থান নেয় ফলাফলের অপেক্ষায়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …