নিউজ ডেস্কঃ
গুরুতর অসুস্থ ও মৃত্যু গুজবের ২০ দিন পর প্রকাশ্যে দেখা গিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ তাদের প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার রাজধানী পিয়ংইয়াংয়ের নিকটবর্তী সানচনে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রায় ৩ সপ্তাহ ধরে সারা বিশ্বে কিমের মৃত্যু সংবাদ নিয়ে জোর আলোচনার পর প্রকাশ্যে বহুল আলোচিত এই নেতা।
কেসিএনএ জানিয়েছে, একটি সার কারখানার উদ্বোধনের ফিতা কেটেছেন কিম জং উন। অনুষ্ঠানে কিমকে সশরীরে হাজির হতে দেখে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে। তবে কিমের ছবি প্রকাশ করলেও অনুষ্ঠানের বা উপস্থিত জনতার কোনো ছবি প্রকাশ করেনি কেসিএনএ।
১১ এপ্রিল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বৈঠকের সভাপতিত্ব করার পর থেকে উত্তর কোরিয়ার নেতা আর প্রকাশ্যে আসেননি। এরপরেই তাকে ঘিরে জল্পনা ছড়ায়। দাবি করা হয়, মৃত্যু হয়েছে এই নেতার। কিন্তু এরপর একাধিক দেশের পক্ষ থেকে জানানো হয় সুস্থ রয়েছেন কিম জং। তবুও প্রকাশ্যে না আসায় তাকে ঘিরে জল্পনা চলছিল।