বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / তিন বছর পূর্তিতে বাংলাদেশের উদারতার প্রশংসা

তিন বছর পূর্তিতে বাংলাদেশের উদারতার প্রশংসা

নিউজ ডেস্ক:
রোহিঙ্গাদের জন্য কর্মরত জাতিসংঘ ও এনজিওদের সহযোগী সংস্থা ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) জোরপূর্বক নিজেদের ভূখ- থেকে বাস্তুচ্যুত ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের জনগণের উদারতার প্রশংসা করেছে। বাংলাদেশে সর্বাধিক সংখ্যক রোহিঙ্গার আশ্রয় গ্রহণের তিন বছরপূর্তি উপলক্ষে এক বিবৃতিতে আইএসসিজি বলেছে, ‘আজ রোহিঙ্গাদের মানসিক শক্তি ও সহিষ্ণুতা, আশ্রয়দানকারী বাংলাদেশী মানুষের উদারতা, অব্যাহত মানবিক সঙ্কটের ব্যাপারে জনসচেতনা বৃদ্ধি এবং ভবিষ্যতে মানবিক সাড়াদানের বিষয়ে শ্রদ্ধা জানানোর একটি মোক্ষম সুযোগ।’ খবর বাসসর।

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে। এদের অধিকাংশই মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের পর এদেশে আশ্রয় নেয়। জাতিসংঘ এই ঘটনাকে ‘জাতিগত নিধনের প্রকৃষ্ট উদাহরণ’ এবং অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেছে। মিয়ানমার বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হলেও গত তিন বছরে একজন রোহিঙ্গাও ফিরে যায়নি।

সূত্র: চাঁপাইনবাবগঞ্জ

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …