নিজস্ব প্রতিবেদক:
মামলা দায়েরের তিন বছর পর নাটোরের বড়াইগ্রামে পরকিয়া প্রেমের জেরে স্ত্রী হত্যা মামলার প্রধান পলাতক আসামী বেলাল হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল ৮ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সিপিসি-২ এর একটি অপারেশন দল গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বড়াইগ্রাম থানার স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত পলাতক আসামী বেলাল হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বেলাল হোসেন বড়াইগ্রাম উপজেলার নওদা জোয়ারী গ্রামের মৃত সোহরাব মোল্লার ছেলে।
উল্লেখ্য, পরকীয়া জেরে ২০১৯ সালের ৩১ শে মার্চ বেলাল হোসেন তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর থেকেই বেলাল পলাতক ছিল। মামলাটি পিবিআই এর উপরে তদন্তভার নষ্ট হয়।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …