রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / তিনদিন পরে আবারো নাটোরে ৮জন করোনা আক্রান্ত

তিনদিন পরে আবারো নাটোরে ৮জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:
তিনদিন পরে আবারো নাটোরে ৮জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগ সূত্রে এই তথ্য পাওয়া যায়।

এর মধ্যে সিংড়ায় পাঁচজন এবং নাটোর সদরে তিনজন আক্রান্তের খবর পাওয়া গেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৬ জন। এর আগে নাটোর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৪৮ জন। ইতিমধ্যে ৫৪ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে।

জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, জেলার জনগণকে সচেতন করার জন্য নানারকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২০ জুন থেকে করোনাভাইরাস প্রতিরোধ পক্ষ পালন করা হচ্ছে। এছাড়াও অতিরিক্ত মোবাইল কোর্ট বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন। যাতে জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলেন। আমরা একটু সাবধান হই, স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলেই নাটোর কে গ্রীন জোনে রাখা সম্ভব হবে।

আরও দেখুন

নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের পাহারাদারকে হত্যা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,, নাটোরের বড় হরিশপুর কাশিমপুর মহাশ্মশানে পাহারাদার তরুণ কুমার দাস(৬০) কে হত্যা করেছে দুর্বৃত্তরা। …