রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জাতীয় / তাড়াশে ভর্তুকিতে ধানকাটার যন্ত্র বিতরণ

তাড়াশে ভর্তুকিতে ধানকাটার যন্ত্র বিতরণ

নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের তাড়াশে ২০২০-২০২১ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায়, অর্ধেক মূল্যে ভর্তুকিতে ধানকাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার কৃষকের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার বিকেল পাঁচটায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার তালম গ্রামের কৃষক মো. আতাহার আলীর হাতে এ কৃষি যন্ত্রের চাবি তুলে দিয়ে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। এর পর আরো ৭টি কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।

তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজামান, উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা লূৎফুন নাহার লূনা, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান মো .বাবুল শেখ, বারুহাস ইউপি,চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা নাগিব মাহফুজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর-মামুনসহ অন্যান্যরা।

এ সময় এমপি আজিজ বলেন, মেটাল এগ্রো লিমিটেডের ধান কাটার এ মেশিনটির মূল্য ২৩ লক্ষ পঞাশ হাজার টাকা। সরকার কৃষি প্রণোদনার আওতায় অর্ধেক মূল্যে কৃষককে ভতুর্কি দিয়েছে। চলতি বোরো মৌসুমে আটটি ধানকাটার কম্বাইন হারভেস্টার বিতরণ করা হচ্ছে। যা এ অঞ্চলের কৃষককে সাশ্রয়ী মূল্যে ধান কাটতে সহায়তা করবে।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …