নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়া তালোড়া পৌরসভার বাশোপাতা এলাকা থেকে বৈদ্যুতিক লাইনের ২০১ কেজি সিলভার তার সহ আটক ১। ২৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা-সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নিয়ামন নাসির, এএসআই সিরাজুল ইসলাম ফোর্স সহ তালোড়া পৌর এলাকায় বাশোপাতা মহল্লার মৃত-আশরাফ খন্দকারের ছেলে আব্দুল খালেক খন্দকার চুটু(৬৫).কে তার নিজ বাড়ির দোতলার নিচে গোডা নের ভিতর হতে ২০১ কেজি বৈদ্যুতিক লাইনের সিলভার তার, তার কাটার যন্ত্র হ্যান্ড ড্রিলশান ও অন্যান্য যন্ত্রপাতি সহ আটক করে। বাকি ২নং-আসামী তালোড়ার দেবখন্ড গ্রামের মৃত-আহম্মদ আলীর ছেলে কফিলউদ্দিন(৫০),সহ আরো কয়েকজন তাৎক্ষনিক পালিয়ে যায়।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, বাকি আসামী ধরার জন্য আমাদের প্রোচেষ্টা অব্যাহত থাকবে।রবিবার সকালে ধৃত- আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গহন করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / তালোড়ায় পুলিশের অভিযানে বৈদ্যুতিক লাইনের ২০১ কেজি সিলভার তার সহ আটক ১
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …