নিজস্ব প্রতিবেদক:
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দু’টি অভিযোগে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ের প্রতিবাদে আজ বুধবার বিকেলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে আলাইপুরস্থ জেলা বিএনপি এর অস্থায়ী কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয় পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন এই অবৈধ ভোট চোর সরকার তারেক রহমান কে ভয় পায় বলে তার বিরুদ্ধে মিথ্যা ফরমাশি রায় দিয়ে তাকে দমানোর চেষ্টা করছে। কিন্তু তারেক রহমান কে কোন মামলা সাজা দিয়ে তাকে দমিয়ে রাখতে পারবে না।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমানের ৩ বছর কারাদন্ডের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …