রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / তনুশ্রী কুণ্ডু’র কবিতা ‘চন্দ্রিমার প্রহর’

তনুশ্রী কুণ্ডু’র কবিতা ‘চন্দ্রিমার প্রহর’

কবি: তনুশ্রী কুণ্ডু

কবিতা: চন্দ্রিমার প্রহর

তোমার স্নিগ্ধতায় মুছে যাক সব তিক্ত ইতিহাস
কিছু রিক্তহৃদয় হোক তোমার আলোয় তৃপ্তি
ব্যর্থ প্রেমের মতো কিছু কিছু ইচ্ছা
স্মৃতির অসুখে ভোগে দীর্ঘদিন,
সেই ব্যাধির পথ্যি তো তুমিই।
কিছু কিছু ইচ্ছা স্বইচ্ছায় হত্যা করি
ইচ্ছার হননে বিবর্ন হই বারবার
ইচ্ছার খেলায় তুমিও আজ না হয় সঙ্গী হলে
তোমার তারারত্ন হোক স্মৃতিপট আমার
তোমার ছোঁয়াতে যে আমাদের সম্পর্ক
যেমন দূরে থাকে ছোঁয়া, থেকে স্পর্শ
যেমন রোদ্দুরের বু্‌ক, থেকে উত্তাপ
শীতলতা, থেকে উষ্ণতা
প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা
তেমন দূরেত্বেই থেকে যেও-
এক ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ
কতটা কাছা কাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …