সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / তনুশ্রী কুণ্ডু’র কবিতা ‘কন্যা’

তনুশ্রী কুণ্ডু’র কবিতা ‘কন্যা’

কবিতাঃ কন্যা

কবিঃ তনুশ্রী কুণ্ডু

কন্যা
আগে ছিলনা কোনোরূপ অভিযোগ,
ছিল অনর্গল কথারতুবড়ি।
আগে ছিলনা কোনো অন্ধধাতু হয়ে থাকা,
ঘুমের দেশে অন্ধকারাবৃতা হয়েও ছিল স্বপ্নলোক।
আগের দিনগুলো জলে না ভেসে,
পাখির কোলাহলে সূর্যের আলোয় আলোকিত হত।
সবকিছু পথ হারিয়েছে কালেরফেরে,
কথা সম্পর্কশূন্য হয়ে গঞ্জনা তিরস্কারপূর্ণ ছায়াবৃতা।
আজ আর রান্নাবাটি খেলা নয়,
দিন এসেছে কুৎসার বিপরীতেও অন্নদানের।
আজ ভালোবাসার গনিতে ফেল করে,
সমাজবিদ্যায় পাস করার দিন এসেছে যে।
আজ বস্যতার স্বীকারোক্তি দিয়েছে আত্মসম্মান,
আজ যেখানে পড়াশোনা বাধ্যবাধকতা নয় আগের মত।
শুধু বাজারে উচ্চদর করার পন্থানুসরণ,
ভারববহনকারীর মুক্তি দিয়ে তারা
জীবনকাহিনীর সমাজবিদ্যার সসমাপ্তিজ্ঞাপক করে।।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …