সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ঢাবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলায় তার স্বামী ও শ্বশুর কারাগারে

ঢাবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলায় তার স্বামী ও শ্বশুর কারাগারে

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন হত্যা মামলায় তার স্বামী ও শ্বশুরকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মতিন জানান, সুমাইয়া হত্যা মামলায় গত শুক্রবার মুল অভিযুক্ত মোস্তাক হোসাইন ও তার বাবা জাকির হোসেনকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ঐ দিন সন্ধ্যায় তাদের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। আসামীরা স্বীকারোক্তি না দেওয়ায় এবং পুলিশের পক্ষ থেকে অন্য কোন আবেদন না থাকায় আদালত আসামীদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে মামলার অপর দুই আসামীকেও কারাগারে পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, গত ২২ জুন সুমাইয়াকে সদর হাসপাতালে মৃত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তার শ্বশুর বাড়ীর লোকজন। এঘটনায় পুলিশ ৮টি টিম গঠন করে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মুল অভিযুক্তসহ চারজনকে গ্রেফতার করে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …