মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঢাকা ফেরৎ এক ব্যক্তিকে হোম কোয়ারান্টাইনে থাকতে বলায় আত্মহত্যা

ঢাকা ফেরৎ এক ব্যক্তিকে হোম কোয়ারান্টাইনে থাকতে বলায় আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের চৈতন্যপুর গ্রামে ঢাকা ফেরৎ এক ব্যক্তিকে হোম কোয়ারান্টাইনে থাকতে বলায় গলায় মাফলার পেচিয়ে আত্মহত্যা করেছে। আজ বুধবার সকালে পুলিশ নিতহ ব্যক্তি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

গতকাল মঙ্গলবার গভীর রাতে এটা ঘটে।

নিহত ব্যক্তি হলো চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার  চৈতন্যপুর গ্রামের মৃত মুন্তাজ আলীর ছেলে আলাউদ্দীন (৫৫)।

আলাউদ্দিন মঙ্গলবার সন্ধায় ঢাকার মিরপুর থেকে বাড়ী আসে। এ খবর জানার পর এলাকাবাসী ও স্থানীও প্রশাসন ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়। আলাউদ্দিন সকালে কোয়ারেন্টাইনে যাবে বলে জানান।

স্থানীয় এলাকাবাসী ও গ্রাম্য ডাক্তার গোলাম জাকারিয়া জানান, কিন্তু রাতেই ভয়ে বা আতঙ্কে সে বাড়ির পাশের ছোট্ট একটি আম গাছে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরো জানান করোনায় দয়া করে কেউ আতঙ্কিত হবেন না। সকলকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …