মাদকের বিরুদ্ধে দেশে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। রাজধানীর
সূত্রাপুর, চকবাজার ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ ৪ জন
মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। আটককৃতরা হলো- মো. সম্রাট (২৪), মো.
রজ্জক আলী (৪৫), মো. আমির হোসেন অনিক (২৬) ও মো. ইমাম হোসেন(৩৫)।
শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭ টায় র্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্পের
কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো.
আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০০ ইয়াবাসহ দুই জনকে আটক করা
হয়। এসময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল জব্দ করা হয়।
এদিকে বৃহস্পতিবার (১৮জুলাই) রাত ১১টার সময় চকবাজারের আগানবাব দেউরী এলাকা থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯টি ইয়াবাসহ একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৭ হাজার ২৫ টাকা এবং ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এছাড়া একইদিন র্যাব-১০ কেরানীগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৩১ হাজার ৮শ টাকা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।